
ঢাকা ও খুলনা বিভাগের ১৭ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সেটি মাঝারি তাপপ্রবাহে রূপ নিতে পারে বলে সতর্ক করছে আবহাওয়া অফিস। আর এ অবস্থা চলতে পারে আগামী কয়েকদিন।
এছাড়া সারা দেশেই বাড়তে পারে দিনের তাপমাত্রা। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
কালবৈশাখির মৌসুম শুরু হলেও, আগামী সোমবার (৩১ মার্চ) পর্যন্ত ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না অধিদপ্তর। এতে ঈদেও বৃষ্টির সুযোগ খুবই কম।
পয়লা এপ্রিলের পর তাপমাত্রা কিছুটা কমে এলেও, পরে আবারও অবনতি হতে পারে পরিস্থিতির। তখন বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ।
এদিকে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঈদুল ফিতরের দিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে এদিন চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে সারাদেশের বেশ কিছু জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও গরমের কারণে জনজীবনে এর খুব একটা প্রভাব পড়বে না।
কারণ হিসেবে আবহাওয়াবিদ মল্লিক বলেন, ‘এই সময়ে রোদের কিরণকাল বেশিক্ষণ ধরে থাকার কারণে দিনের বেলায় গরম বেশি অনুভূত হয়। তবে রাতের আকাশ মেঘমুক্ত থাকার কারণে তখন তাপমাত্রা কমতে থাকে, যে কারণে গরমের অনুভূতি কম হয়’।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আরও দুই তিনদিন এমন তাপপ্রবাহ চললেও এবারের ঈদে পরিস্থিতি অসহনীয় হওয়ার আশঙ্কা খুবই কম।
রার/সা.এ
সর্বশেষ খবর