
তিন দিন আগে কেন ফোন ছিনতাই হওয়ার পর বাসস্ট্যান্ডে হাউমাউ কান্না করা আশামনি নামের সেই গার্মেন্টস কর্মীকে নতুন একটি ফোন উপহার দিয়েছে শাওমি।
শনিবার (২৯ মার্চ) সাভারের সেনা শপিংমলের একটি শোরুম থেকে ফোনটি বুঝে নেন ঠাকুরগাঁওয়ের এই নারী।
শুক্রবার রাতে ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় ফোনটি ছিনতাই হয়। ঘটনাস্থলে ছিলেন কা লের কণ্ঠের এক সাংবাদিক। তার করা ভিডিও প্রতিবেদন ভাইরাল হলে শাওমি ওই নারীকে নতুন একটি ফোন উপহারের ঘোষণা দেয়।
এদিন বিকেলে স্বামীকে নিয়ে উপহারের ফোন নিতে আসেন মেহনাজ গার্মেন্টসে কাজ করা আশামনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর