
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবিতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু রয়েছে। একই ঘটনায় ১০ জন আহত হয়েছে।
শনিবার রাত নয়টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে (আছানপুর ও মদনাকান্দি গ্রামের মাঝে) যাত্রীবাহী নৌকাডুবির ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৫০), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের কল্পনা সরকার (৫০), কলমাকান্দা থানার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা সরকার (৬) এবং কল্পনার দেবরের মেয়ে (পরিচয় অজ্ঞাত)।
এছাড়াও, হাতনি গ্রামের নিরদ সরকারের শিশু ছেলে নিরব সরকার (১০) মুমূর্ষু অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ঘটনাস্থলে জামালগঞ্জ থানা পুলিশ ও নৌ-পুলিশ রওনা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার জানান, উপজেলার মদনাকান্দি গ্রামের সুমন সরকারের ট্রলারে প্রতি শনিবার আশপাশের বিভিন্ন গ্রামের লোকজন মধ্যনগর উপজেলার হাটবারে যাওয়া-আসা করেন। ৫০-৬০ জন যাত্রী বাজার থেকে প্রয়োজনীয় মালামাল ক্রয় করে ট্রলারে করেই বাড়ি ফিরছিলেন। এর পাশাপাশি ট্রলারে অতিরিক্ত মালামালও বোঝাই ছিল। ট্রলারটি উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে (আছানপুর ও মদনাকান্দি গ্রামের মাঝে) এসে ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা তীরে উঠতে পারলেও দুই নারী ও দুই শিশু ডুবে মারা যান।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "দুর্ঘটনাস্থলে যাচ্ছি। লোকমুখে শুনেছি ৪ জন নিহত হয়েছেন।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর