
বগুড়ায় ঈদ সামগ্রীর উপহার নিয়ে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের মম ইন-এর সামনে রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খুকলে বেওয়া (৬৫) গাবতলী উপজেলার মৃত শাহেদ আলীর স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি মনোয়ারুজ্জামান।
জানা গেছে, বিকেলে মম ইন এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সেটা নিতে গাবতলী থেকে এসেছিলেন খুকলে বেওয়া। উপহার সামগ্রী নিয়ে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী একটি দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী রাসেল আহম্মেদ জানান, মহাসড়কের ডিভাইডারে যত্রতত্র কাটা রেখে লোকজন যাতায়াত করছে। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আজ চোখের সামনে এক গরিব বৃদ্ধা প্রাণ হারালেন শুধুমাত্র মহাসড়কের এই যত্রতত্র কাটা জায়গার কারণে।
ওসি মনোয়ারুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর