
ফরিদপুরের নগরকান্দায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে শহীদনগর ইউনিয়নের মাঠবালিয়া গ্রামের খালেক মাতুব্বরের বাড়ি। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে আগুন লেগে তিনটি বসতঘর ও রান্নাঘর পুড়ে যায়, ফলে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর শনিবার (২৯ মার্চ) ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান নগরকান্দা উপজেলা ভূমি কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে নগদ অর্থ এবং চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
এছাড়া, ঈদ উপহার হিসেবে শাড়ি, সেমাই ও সাবান দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর