
সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রোজা শেষে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮ গ্রামের শতাধিক মুসলমান।
রোববার (৩০ মার্চ) সকাল ৯টায় বলারদিয়ার চাইন্দার মোড়ে আজিম উদ্দিন মাস্টারের বাড়িতে এ নামাজ অনুষ্ঠিত হয়।
ঈদগাহ মাঠের ইমাম ও মুসল্লিদের সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার উত্তর বলারদিয়ার গ্রামে আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০৫ সাল থেকে ৮ গ্রামের কিছু মুসলমান প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
পৌরসভার বলারদিয়ার, পঞ্চপীর, মহাদানের খাগুরিয়া, সানাকৈর, পাটাবুগা, পুঠিয়ার পাড়সহ ৮ গ্রামের মুসলমানরা ঈদুল ফিতরের নামাজে শরিক হন। উত্তর বলারদিয়ার এলাকার আজিম উদ্দিন মাস্টারের বাড়ির আঙিনায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
ইমাম আজিম উদ্দিন জানান, "আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০৫ সাল থেকে আটটি গ্রামের মুসলমান আমার পেছনে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর