
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ সরকার দাবি, তার পক্ষে ঈদ উপহার দেওয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বরগুনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
রবিবার সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বরগুনার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাস্টার, বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব নাসির উদ্দিন, জেলা ওলামা দলের সভাপতি শাহজালাল রুমি, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মাইন উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা প্রমুখ।
এছাড়া বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর