
ঢাকাসহ দেশের বড় বড় শহরগুলোতে ঈদের ছুটিতে ফাঁকা বাসায় চুরি কিংবা দস্যুতার ঘটনা প্রতিরোধে সজাগ দৃষ্টি রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।
তিনি বলেন, দেশের জাতীয় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহে ঈদুল ফিতরের জামাতের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উদযাপনের জন্য র্যাব পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রসঙ্গে একেএম শহিদুর রহমান বলেন, রমজান মাসের শুরু থেকেই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রমজানের সময় মার্কেটগুলোতে বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে যায়। এসব অপরাধ নিয়ন্ত্রণে র্যাব কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরে, এই তিন ধাপে র্যাব দায়িত্ব পালন করবে। ঈদের আগে মার্কেট ও রাস্তায় ছিনতাই এবং চাঁদাবাজি রোধে কার্যক্রম পরিচালিত হয়েছে। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে হাইওয়েতে ডাকাতি প্রতিরোধ ও দুর্ঘটনা হ্রাসে কাজ করছে র্যাব।
ঈদের জামাত ও বিনোদন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে র্যাব ডিজি বলেন, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বড় বড় জামাত অনুষ্ঠিত হবে। তাই জাতীয় ঈদগাহসহ বিভাগ ও উপজেলা পর্যায়ের জামাতগুলোর নিরাপত্তায় র্যাব পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া, ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্র ও পর্যটন স্থলগুলোতে প্রচুর মানুষের সমাগম হবে। নারী ও শিশুদের নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে তারা হয়রানির শিকার না হয়।
ঈদের ছুটিতে শহর ফাঁকা হয়ে যাওয়ায় চুরি ও দস্যুতার ঝুঁকি থাকে। তাই র্যাব ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। একইসঙ্গে ফিরতি যাত্রার নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
ঈদ উপলক্ষে জাল টাকা প্রতিরোধ, মলম পার্টি এবং অন্যান্য অপরাধ দমনে র্যাব সক্রিয় রয়েছে। এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে। যানজট ও অপরাধের মাত্রা কম থাকায় ঈদ উদযাপনে স্বস্তি ফিরে এসেছে।
র্যাব ডিজি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ, এবারের ঈদ নির্বিঘ্নে উদযাপিত হবে এবং র্যাবের সব ধরণের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর