
নড়াইল জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশের পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন নড়াইল জেলা পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মো. বিলাল হুসাইন।
জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণের সাথে ঈদুল ফিততের নামাজ আদায় করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল জেলা পুলিশের সকল সদস্যকে শুভেচ্ছা জ্ঞাপন করে “ঈদ মোবারক” জানান। পুলিশ সুপার নামাজে উপস্থিত সকল সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোলাকুলি করেন। পরবর্তীতে পুলিশ সুপার পুলিশ লাইন্স মেসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এ ছাড়াও নড়াইল জেলা পুলিশের অন্যান্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীগণ সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদুল ফিতরের জামাত আদায় করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর