
গান নিয়ে শ্রোতাদের মন জয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। কেবল গান নয় মানবিকতার জন্য প্রশংসা পান এই গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় বিভিন্ন বিষয় তুলে ধরেন এই গায়ক। কমেন্ট বক্সে ভক্তদের প্রশ্নের জবাবও দেন তিনি।
এবার ঈদ আর সালামী নিয়ে একটি পোস্ট করেছেন তাসরিফ। ভক্তদের অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেছেন। গায়কের ফেসবুক পোস্টটি এখন নেটিজেনদের মাঝে ভাইরাল।
তাসরিফ খান তার ফেসবুক পেজে সম্প্রতি পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে তিনি লিখেছেন, ছোটবেলা সালামী চাইলে অনেক বড়রা সালামীর বদলে দোয়া করে দিত। এখন বুঝতে পারছি সালামী নয়, বরং দোয়া করাটাই বেশি ইম্পরট্যান্ট!
এই পোস্ট করার পর কমেন্ট বক্সে ফের তিনি আরও লেখেন, এখন সালামী চাচ্ছেন তাই বুঝতে পারতেছ না, সালামী দেয়ার সময় হলে ঠিকই বুঝবা।
তাসরিফ খানের এই পোস্টে ৩৭ হাজারের বেশি মানুষ নিজের রিয়েক্ট করেছেন। সেই সঙ্গে ১১ ঘণ্টায় দেড় হাজারের বেশি মানুষ কমেন্ট করেছেন। বেশিরভাগ মানুষ গায়কের সঙ্গে একমত জানিয়েছেন।
রার/সা.এ
সর্বশেষ খবর