
শুল্ক বৃদ্ধির কারণে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ইতালির স্পোর্টস কার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরারি। এতে ১ এপ্রিল থেকে ব্র্যান্ডটির নির্দিষ্ট মডেলে ১০ শতাংশ পর্যন্ত দাম বাড়বে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনবিসি।
ফেরারি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের কারণে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। নতুন সিদ্ধান্তে ব্র্যান্ডটির সাধারণ মডেলের গাড়ির দাম ৫০ হাজার ডলার পর্যন্ত বাড়তে পারে। তবে ২ এপ্রিলের আগে আমদানি করা সব গাড়ির দাম অপরিবর্তিত থাকবে।
ইতালির মারানেলোভিত্তিক স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তবে মূল্য বাড়বে না ফেরারি ২৯৬, এসএফ ৯০ ও রোমা মডেলে।
অন্যদিকে, ১০ শতাংশ পর্যন্ত বেশি দামে কিনতে হবে পুরোসাঙ্গু এসইউভি, ১২ সিলিনড্রি ও এফ ৮০-এর মতো জনপ্রিয় মডেলের গাড়ি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর