
নাটোরের বড়াইগ্রামে আতশবাজির ফুলকি থেকে আগুন লেগে একটি বাড়ি পুড়ে গেছে। সোমবার সকালে উপজেলার মহিষভাঙ্গা উত্তরপাড়া গ্রামের আল আমিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে আল আমিনের বাড়ির পাশে বাচ্চারা আতশবাজি ফাটিয়ে ঈদের আনন্দ করছিল। তখন আতশবাজির আগুনের ফুলকি থেকে বাড়িতে আগুন লাগে। দ্রুতই তা ছড়িয়ে পড়ে।
পরে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির সদস্যদের পরনের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বাড়ি পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী বাড়ির মালিক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর