
মাগুরার মহম্মদপুরে পাওনা ১২০ টাকা চাওয়ায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঈদের দিন সোমবার সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, চাঁপাতলা গ্রামের উত্তরপাড়ার মুদি ব্যবসায়ী মাজেদুলের ছেলে আফতাব বিশ্বাস একই গ্রামের হানো মোল্যার ছেলে অন্তরের কাছে ১২০ টাকার পণ্য বাকি নিয়ে ছিলেন। বাকি নেওয়ার পর থেকে অন্তর আর দোকানের সামনে আসেন না। সোমবার সকালে অন্তরকে দোকানের সামনে দেখতে পেয়ে দোকানদার আফতাব তার কাছে পাওনা টাকা গুলো চান। চাওয়ার পর টাকা দেবে না বলে জানায় অন্তর। বিষয়টি নিয়ে দোকান আফতাব ও অন্তর মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দোকানদার আফতাব তার দোকান বন্ধ করে ঈদের নামাজ আদায় করতে বাড়ি চলে যান। পরে অন্তর তার লোকজন সমর্থক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানদার আফতাব বিশ্বাসের বাড়িতে গিয়ে হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে কয়েকজনকে গুরুতর আহত করে। পরে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রাখি খাতুন (৭০) এবং নাজিম (৩৫) নামের দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, সংঘর্ষের বিষয়টি জানতে পেরে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর