
প্রথম ম্যাচ জেতার পর আইপিএলে দুই ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস। গতকাল রোববার রাজস্থান রয়্যালসের কাছে হেরেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। এই হারের পর দলের ব্যাটারদের নিয়ে চিন্তার কথা জানালেন রুতুরাজ গায়কোয়াড়।
ম্যাচ শেষে রুতুরাজ জানিয়েছেন, ওপেনারদের ব্যর্থতা তাদের সমস্যায় ফেলছে। গত কয়েক বছর রুতুরাজ ওপেন করতেন। এ বার তিন নম্বরে খেলছেন তিনি। ওপেনার হিসেবে খেলানো হচ্ছে রাহুল ত্রিপাঠীকে। কিন্তু তিন ম্যাচ খেলে রান পাননি ত্রিপাঠী। রাজস্থানের বিপক্ষে ৩০ রান করলেও প্রথম দুটি ম্যাচে ২ ও ৫ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।
চেন্নাইয়ের অধিনায়ক বলেন, 'গত কয়েক বছরে তিন নম্বরে অজিঙ্ক রাহানে খেলত। মিডল অর্ডার সামলে রাখত অম্বাতি রায়ডু। তাই আমরা ভেবেছিলাম, এই আসর থেকে আমি মিডল অর্ডারে খেলব। কারণ, যে রকম পরিস্থিতি থাকবে সেই অনুযায়ী খেলতে হবে। ওপেন করতে নেমে ত্রিপাঠী দ্রুত রান করবে।'
'যাই হোক, প্রতিটা ম্যাচেই আমাকে শুরুর কয়েক ওভারেই নামতে হচ্ছে। আমরা নিলামের সময় ঠিক করে নিয়েছিলাম, আমার ভূমিকা হবে ইনিংস ধরে খেলা। কিন্তু সেটা হচ্ছে না। ওপেনিং জুটি রান তুলতে না পারায় বড় রান করতে সমস্যা হচ্ছে।'
রুতুরাজের কথা থেকে স্পষ্ট, ত্রিপাঠী ভাল খেলতে না পারায় সমস্যায় পড়েছে দল। অপর ওপেনার রাচিন রবীন্দ্র রাজস্থানের বিপক্ষে শূন্য রানে আউট হলেও আগের দুই ম্যাচে রান করেছেন। তিনি চেন্নাইয়ের পুরোনো ক্রিকেটার। ফলে অধিনায়কের ইঙ্গিত ত্রিপাঠীর দিকেই।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর