
ঈদের দিন ফাঁকা রাস্তা পার হওয়ার সময় শাহ আলম (৩২) ও তার মেয়ে সেজদান আলম সামান্তা (৪) নামের বাবা মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা শ্বশুর বাবলু আহত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) দুপুর ৩টায় মহিপুর জামতলা এলাকায় এসব দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহ আলম ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিমে পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাতগাড়ি তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পথেই বাবা মেয়ে মারা যায়। শশুর বাবুল আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপকারীদর্শক আব্দুল খালেক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গাড়িতে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, দুপুর ১টার দিকে মহিপুর ফায়ার সার্ভিসের সামনে আরেকটি দুর্ঘটনায় পাঁচ জন আহত হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর