
বগুড়ার শেরপুরে ঈদের দিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- মহিপুর জামতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে শাহ আলম (৩২) ও শাহ আলমের মেয়ে সেজদা আলম সামান্তা (৪) ও বিশালপুর ইউনিয়নের শ্রী ইন্দ্রজিৎ এর ছেলে শ্রী অলক (১৯)।
সোমবার (৩১ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মহিপুর ২টি ও বিশালপুর পানিসারা ঝুপিনিয়া আঞ্চলিক সড়কে ১টি দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঈদের দিন মোটরসাইকেল নিয়ে বাবা মেয়ে ও শশুর ঘোরার জন্য বাসা থেকে বের হয়ে ঢাকা বগুড়া মহাসড়ক জামতলা রাস্তা পারাপার হচ্ছিল এ সময় বগুড়াগাড়ী একটি হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস স্বজরে ধাক্কা দেয় এতে মোটরসাইকেলে তিন জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় বাবা মেয়ে মারা যায়।
অন্যদিকে, মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে বের হয়। এ সময় সকাল ১১টার দিকে বিশালপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কে পানিসারা ঝুপিনিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে শ্রী জয়দেব (১৯) ও শ্রী অলক (১৯) নামের দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে শ্রী অলক মারা যায়।
এদিকে, দুপুর ১টার দিকে মহিপুর ফায়ার সার্ভিসের সামনে প্রাইভেটকার ও মানিক বাস মুখোমুখি সংঘর্ষ হয় এতে প্রাইভেটকারে থাকা ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আব্দুল খালেক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর