
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকার আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) এবং একই গ্রামের মক্তবপাড়া এলাকার আকরামের ছেলে মিনহাজ (১৬)।
স্থানীয়রা জানান, সোমবার (৩১ মার্চ) ঈদের দিন আনন্দ উপভোগ করতে ৩ বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান। পার্শ্ববর্তী টাঙ্গাইলের সখিপুর উপজেলার কুতুবপুর বাজারের নিকট গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাদের মোটরসাইকেলটি।
এতে ঘটনাস্থলেই মিনহাজ মারা যান ও আশিকুর নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য নেওয়া হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। অপরদিকে তাদের সাথে থাকা আরেক বন্ধু জিহাদ গুরুতর আহত হয়েছেন।
তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকাসহ আশপাশের পরিবারগুলোতে শোকের মাতম চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর