
নড়াইলে ঈদের দিন বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন রাতে চৌগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সিয়াম মোল্যা (১৬)। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী আরও দুজন আহত হয়েছেন। নিহত সিয়াম মোল্যা সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মশিয়ার মোল্যার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ঈদের দিন সন্ধ্যায় সিয়াম ও তার বন্ধুরা মোটরসাইকেলে লোহাগড়ার কালনা এলাকায় ঘুরতে যায়। পরে ফেরার পথে চৌগাছা এলাকায় পৌঁছালে একটি ছাগল দৌড়ে মোটরসাইকেলের সামনে চলে আসে, এতে সিয়াম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলে থাকা দু’জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন।
সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করেন। তবে ঢাকা নেওয়ার পথে পথিমধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কমলাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর