
আমতলী পৌরসভার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় বিভিন্ন দোকানে ঈদ সামনে রেখে মিষ্টির কেজিতে ১০০-১২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা।
বরগুনার আমতলী পৌরসভার বাঁধঘাট চৌরাস্তা এলাকার চারটি মিষ্টির দোকানে সরেজমিনে গিয়ে ক্রেতাদের সাথে কথা বলে বাড়তি দামে মিষ্টি বিক্রির সত্যতা পাওয়া যায়।
বাঁধঘাট চৌরাস্তা এলাকায় মুসলিম দধিঘর অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারে কিনতে আসা ক্রেতা মোঃ সজিব বলেন,
"প্রতি কেজি মিষ্টি ৩২০ টাকা করে বিক্রি করছে, যেখানে ঈদের আগে ২০০-২২০ টাকা কেজি ছিল। এখন ঈদের জন্য ১০০-১২০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।"
মুসলিম দধিঘর অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক দেলোয়ার বলেন,
"দুধের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে, তাই বাড়তি দামে বিক্রি করছি।"
এছাড়া বাঁধঘাট চৌরাস্তার মায়ের দোয়া মিষ্টান্ন ভাণ্ডার, আল্লাহর রহমত, মুসলিম দধিঘরসহ কয়েকটি মিষ্টির দোকান ঘুরে ক্রেতাদের সাথে কথা বলে বাড়তি দামে বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা রুমা বলেন,
"আগে দাম কম ছিল, ঈদ আসতেই কেজিতে ১০০-১২০ টাকা বেশি নিচ্ছে। কী করব, আমাদের তো বাধ্য হয়েই কিনতে হচ্ছে।"
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান, সহকারী কমিশনার (ভূমি), বলেন,
"বিষয়টি জেনেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর