
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মহসিন খন্দকার ওরফে মহসিন মেম্বার (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর সদস্যরা।
গ্রেফতারকৃত মহসিন খন্দকার ওই এলাকার মৃত লালু খন্দকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সুহিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, "মহসিন খন্দকারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি পলাতক ছিলেন। ঈদের দিন তিনি গোপনে বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর