
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক সম্রজ্ঞী মিনি বেগমকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকা গোবিন্দপুর গ্রামের মাঠপাড়া থেকে মিনিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলমডাঙ্গা স্টেশন পাড়ার আলাউদ্দিনের সহধর্মিণী মিনি বেগম।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা হয়। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান এর তত্বাবধানে এসআই (নিঃ) শীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের রাইস মিলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী মোছাঃ মিনি বেগমকে (৫৬) গ্রেফতার করা হয়।
এসময় ৪০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ তিন হাজার নয়শত পঞ্চাশ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মিনিকে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আলোচিত মাদক সম্রজ্ঞী মিনি বেগম দেড় ডজনের অধিক মাদক মামলার আসামী। সে বিভিন্ন সময়ে মাদক ছেড়ে স্বাভাবিক জীবন-যাপন করার প্রত্যয়ে আত্নসমর্পণ/ মুচলেকা প্রদান করলেও গোপনে মাদক কারবার চালিয়ে যায়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর