
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা পরাধীন থাকতাম বলে মন্তব্য করেছেন আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বগুড়া গাবতলি উপজেলার পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে আলোচনা সভার সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছাড়া আমরা সবসময়ই পরাধীন থাকতাম। আমরা কখনও স্বাধীনতার মুখ দেখতাম না। তার স্বাধীনতার ঘোষণা আমাদের মুক্তিযোদ্ধাদের এবং পালিয়ে যাওয়া জনসাধারণ ও পুরো দেশবাসীকে মনোবল জাগিয়েছিল।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ মাহবুবুর রহমান।
পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক শওকত আলীর সভাপতিত্বে সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ নূরুল ইসলাম, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আলহাজ জালাল উদ্দীন, সন্ধ্যাবাড়ী আজাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী খন্দকার, গাবতলি কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান সুমন, কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক জোহা খন্দকার, পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক শওকত আলী, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির সাহীন, পদ্ম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য শারমিন সুলতানা, পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী মাকছুদুল আলম মাসুম, মহিদুল আলম সৈকত, এ এইচ এম নুরুল আনোয়ার প্রমুখ।
সকালে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর