
বাগেরহাট সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় রাসেল পরভেজ (৪০) নামে এক ব্যবসায়ীতে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাসেল পারভেজ বাগেরহাট সদরের টিসিবি পন্যের ডিলার ও কান্দাপাড়া বাজারে দোকান রয়েছে। সে বাগেরহাট সদর উপজেলার কোয়েখা বেশরগাথি এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
রাসেল পারভেজ জানান, ঈদের দুই দিন পূর্বে স্থানীয় জিহাদুল ইসলাম ও তার সহযোগীরা আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাদা দিতে অস্বীকৃতি জানালে জিহাদ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেওয়ার হুমকি প্রদান করে। গত ৩১ মার্চ ঈদুল ফিতরের দিন সন্ধ্যা সাড়ে আটটার দিকে কান্দাপাড়া বাজারে দোকানের সামনে অবস্থান করছিলাম।
এ সময় স্থানীয় জিহাদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, ইয়ামিন আলীসহ ৬/৭ জন সন্ত্রাসী আমাকে ঘিরে ফেলে। তারা এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থান আঘাত করে। সন্ত্রাসীদের হামলায় আমি অচেতন হয়ে পড়ি। এ সময় আমার কাছে থাকা ব্যবসায়ের ৬৫ হাজার নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।
রাসেল পারভেজ আরো জানান, জিহাদুল দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে এলাকায় সাধারণ মানুষকে হয়রানি, লুটপাট ও চাঁদাবাজি করে আসছে। সে ও তার লোকজন এলাকায় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তাদের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। জিহাদ ও তার লোকজনের অত্যাচারে
এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তিনি এ ঘটনার সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত-পূর্বক প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর