
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে সফল চেন্নাই সুপার কিংস। তারা ৫টি শিরোপা জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে। চেন্নাইয়ের এই সাফল্যের পেছনে বড় অবদান আছে মহেন্দ্র সিং ধোনির।
২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। মাঝে চেন্নাই দু’বছরের জন্য নিষেধাজ্ঞায় ছিল। সেই সময় ধোনি খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। চেন্নাইয়ের হয়ে ২২টি অর্ধশতরান করেছেন ধোনি। তার ব্যাটিং গড় ৪০.৫০। স্ট্রাইক রেট ১৩৯.৪৩। আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও ধোনির।
ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্ব দিয়েও অবদান রেখেছেন ধোনি। তার অধিনায়কত্বে ভর করেই সাফল্যের শিখরে উঠেছে দলটি। তবে এবার খেলছেন স্রেফ একজন ক্রিকেটার হিসেবে। নেতৃত্ব ছেড়েছেন আরো আগেই। ক্রিস গেইল মনে করেন, ধোনির মতো ক্রিকেটারের উপস্থিতি এই লিগের জন্যও বাড়তি পাওয়া।
তিনি বলেন, ‘ধোনি আইপিএলকে যা দিয়েছে, তা অন্য কারও সঙ্গে তুলনা করা সম্ভব নয়। এই লিগে তার উপস্থিতি এক অনন্য মূল্যবোধ যোগ করে। যদি সবাই চায় ধোনি আরও বেশি দিন আইপিএলে খেলুক, তাহলে তার ওপর অযথা চাপ সৃষ্টি করা উচিত নয়। কারণ এতে ভুল বার্তা দেওয়া হতে পারে।’
ধোনির তিন নম্বর বা ১১ নম্বরে নামায় কোনো যায় আসেনা বলেও মন্তব্য করেছেন গেইল। তার ভাষ্য, ‘ধোনি তিন নম্বরে নামুক বা ১১ নম্বরে, তাতে কিছু আসে যায় না। দর্শকরা শুধু তার একটা ঝলক দেখতে চায়। তিনি চেন্নাইয়ের প্রাণ, আইপিএলেরও গুরুত্বপূর্ণ অংশ।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর