
নাটোরের লালপুর উপজেলার বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয়বাংলা লেখা ভেসে উঠেছে। লালপুরে একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে সন্ধ্যায় জয় বাংলা স্লোগান ভেসে ওঠে।
বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে মসজিদটির ডিজটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে। এতে লেখা ছিল বাংলা আমার অহংকার, তাই বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
পরে লেখাটি এলাকাবাসীর চোখে এলে ১৫ মিনিটের মাথায় সাইনবোর্ডটি নামিয়ে ফেলা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, তিনি ঘটনাটি শুনে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য এর আগে, ঈদের দিন বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রামকৃষ্ণপুরে ঈদের নামাজের পর জয় বাংলা স্লোগান দেয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধসহ পাঁচ জন আহত হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর