
পবিত্র ঈদুল ফিতরকে পুজি করে জামালপুরের সরিষাবাড়ীতে মিষ্টি ব্যবসায়ীরা ইচ্ছেমতো মূল্য বৃদ্ধি এবং বাসসহ বিভিন্ন যানবাহনে ২/৩গুন বেশী ভাড়া আদায়ের ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুণ কৃষ্ণ পালএর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বলে জানাগেছে।
স্থানীয়সূত্রে জানাগেছে, উপজেলার প্রতিষ্ঠিত বর্ধন মিষ্টান্ন ভান্ডার ও কালাচাঁদ মিষ্টান্ন ভান্ডারসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে দই/মিষ্টির মূল্য প্রচলিত মূল্যের চেয়ে ৩/৪ গুন বেশী নিচ্ছে। এমনকি ২ কেজি দইয়ের মূল্য ৮০০ টাকা নিলেও দইয়ের পরিমান থাকে অর্ধেক। গত মঙ্গলবার বর্ধন মিষ্টান্ন ভান্ডার ও মধু মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯এর ৩৮ ধারা লংঘনের অপরাধে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, বুধবার তারাকান্দি বাসস্ট্যান্ডে ভাই ভাই ইন্টারপ্রাইজের একটি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা লংঘনের দায়ে ৬,০০০ (ছয় হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
ক্রেতা তানভীর আহমেদ বলেন, প্রায় প্রতি বছরই বর্দ্ধনের মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করা হয়। তাদের জরিমানা আরো বর্ধিত করা উচিত ছিলো। সরিষাবাড়ী থেকে ওদের ব্যবসা নিষিদ্ধ করা দরকার বলে তিনি মন্তব্য করেন।
মোহাম্মদ জিহান মাহমুদ বলেন, আমার সোনার বাংলায় বৈষম্যের স্থান নাই। ঈদ উপলক্ষ্যে যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যাত্রীদের ভাড়ার অতিরিক্ত টাকা বাধ্যতামূলক ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। জনগণ যদি মব করে কিছু করে ফেলে তখন কিন্তু কেউ দায় এড়াতে পারবেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর