
পাবনা-সিরাজগঞ্জ মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্বদেলুয়া ব্রীজের উপর ট্যাংকলরি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ৪জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, হাটিকুমরুল গোলচত্ত্বর থেকে একটি যাত্রীবাহী সিএনজি উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের পুর্বদেলুয়া ব্রীজের উপরে পৌছলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যাংকলরি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী শরিফুল ও মমিন মারা যায়। আহত হয় ৪জন। আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্যাংকলড়িটি জব্দ করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর