
জামালপুরের ইসলামপুরের কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি কুলকান্দি মধ্যপাড়া গ্রামের সঞ্চু শেখের পুত্র বিল্লাত আলী। একই এলাকার খট্টু শেখের পুত্র খবির শেখ নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, উপজেলার কুলকান্দি পাইলিংপাড়া থেকে যমুনা নদীর ওপার চরে ঘাস কাটতে যাওয়ার সময় নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে প্রায় ৪০ জন কৃষক ছিলেন। বাকিরা নিরাপদ রয়েছেন।
এ ঘটনায় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীসহ ২ জন ডুবুরি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর