
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক মাহাবুর মোল্লা (২০), সাইফুর মোল্লার ছেলে, ৩ এপ্রিল রাতে ফসলী জমির পাশে ঘাসের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানায়, মাহাবুর ২ এপ্রিল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান। তার বাবা সাইফুর মোল্লা বলেন, "বুধবার রাত ১০টার দিকে আমার ছেলে বাড়ি থেকে বের হয়েছিল। রাতে না ফেরায় প্রথমে আমরা ভেবেছিলাম কোথাও গিয়ে থাকতে পারে। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় লুকমান সরদার ঘাসের মধ্যে ছেলের লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।"
পরে খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. সফর আলী বিডি২৪লাইভকে জানান, প্রাথমিক তথ্য অনুসারে, স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, মাহাবুর মাদকাসক্ত ছিলেন এবং মাদকের বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে।
সর্বশেষ খবর