
নীলফামারীর ডোমারে সাংবাদিককে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। তরিকুল ইসলাম ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের মডেল স্কুল পাড়া গ্রামের মৃত বাংরু মামুদের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মডেল স্কুল পাড়ার মশিয়ার রহমানের ছেলে রাসেল ইসলাম একই এলাকার তরিকুল ইসলামের বিবাহিত মেয়ের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এতে উভয়ের সংসারে অশান্তি দেখা দেয়। বিষয়টি নিয়ে বুধবার রাতে মশিয়ার ও তার ছেলেরা সাংবাদিক ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে তাদের বাড়িতে যাওয়ার অনুরোধ করেন। বিষয়টি নিয়ে তরিকুল ইসলামের বাড়িতে আলোচনার এক পর্যায়ে আব্দুর রাজ্জাক রাজাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে প্রায় দুই ঘণ্টা ধরে দলবদ্ধভাবে তার ওপর নির্যাতন চালায়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেন। এ ঘটনায় বৃহস্পতিবার আব্দুর রাজ্জাক রাজা বাদী হয়ে ৫জনকে আসামী করে ডোমার থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে ওই দিনেই প্রধান আসামী তরিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। আব্দুর রাজ্জাক রাজা ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দৈনিক জনতা পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শৈলেন চন্দ্র দেব জানান, মামলার প্রধান আসামীকে আটক করে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সর্বশেষ খবর