
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে ঈদের ছুটিতে বাড়ি আসা এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতের এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহত পুলিশ সদস্যের নাম সাদ্দাম হোসেন। তিনি ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই গ্রামের স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন একটি ব্যানার টানান, যা ৫ আগস্টের পর আগুনে পুড়ে যাওয়া বেলাল মেম্বারের বাড়ির পাশে স্থাপন করা হয়। কয়েকদিন আগে শিশুদের খেলাধুলার সময় ঢিল লাগায় ব্যানারটি ছিঁড়ে যায়। এ ঘটনার জেরে এমরান হোসেন ওই দিন সন্ধ্যায় গালাগাল করেন।
রাতের দিকে কনস্টেবল সাদ্দাম হোসেন টর্চলাইট নিয়ে বাড়ি ফিরছিলেন। টর্চের আলো এমরানের চোখে পড়লে তিনি উত্তেজিত হয়ে পড়ে। পরে দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে সাদ্দামের বাড়িতে হামলা চালায়। এ সময় কনস্টেবল সাদ্দাম হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ জানান, আহত পুলিশ সদস্যের শরীরে কাটা স্থানে ৪টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর