
ঢাকার কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী রাস্তার পাশে পড়ে থাকা তিনটি কার্টুনের ভিতর থেকে এক যুবকের খন্ডিত মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। যুবকের আনুমানিক বয়স ৪০ বছর, গায়ের রং শ্যামলা।
শুক্রবার (৪ এপ্রিল ) সকাল দশটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন মালঞ্চ এলাকা পুলিশ কার্টুন তিনটি উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার পাশে দুটি কার্টুন ও একটি পলিথিনের মোড়ানো গোল বস্তু পড়ে আছে এবং কুকুর সেগুলো নিয়ে টানাহেঁচড়া করছে এমনটা দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টুনগুলো উদ্ধার করে। পরবর্তীতে সেগুলো খুলে সেখানে এক যুবকের টুকরো করা মরদেহের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানায়, কুকুরে টানাটানি করানোর সময় একটি কাটুন ও পলিথিনে মোড়ানো বস্তুটি ছিড়ে গিয়েছিল। তখন আমরা দেখতে পেয়েছি পলিথিনে মোড়ানো গোল বস্তুটি হচ্ছে মাথা এবং একটি কাটুন এর মধ্যে বুকের অংশ দেখা গেছে সেখানে বুকের মধ্যে অনেকগুলো পশম ছিল এ থেকেই নিশ্চিত হয়েছি যে নিহত ব্যক্তি একজন পুরুষ মানুষ ছিল।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান,কার্টুনগুলো উদ্ধার করে সেখান থেকে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। লাশের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সুরতহাল শেষে উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর