
খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি কর্তৃক ডঃ মুহাম্মদ ইউনুস ও তারেক রহমান সর্ম্পকে কুরুচিপুর্ণ মন্তব্য করার ঘটনায় প্রতিবাদ করলে মারপিটে ৩ জন মারাত্মক আহত হয়েছেন।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৯/১০ জনের নামে থানায় মামলা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, মামলার বাদী উপজেলার কপিলমুনি ইউনিয়ন যুবদলের সদস্য ও প্রতাপকাটি গ্রামের মোঃ আরশাদ আলী সরদারের পুত্র মোঃ রিপন সরদার দলীয় নেতৃবৃন্দদের নিয়ে গত মঙ্গলবার বিকালে হাউলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। এমন সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী মোড়ল এর নেতৃত্বে সংঘবদ্ধ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডঃ মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্ম্পকে কুরুচিপুর্ণ মন্তব্য করে।
এ সময় প্রতিবাদ করলে ইউনুছ মোড়লের নেতৃত্বে ৯/১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় প্রতাপকাটি গ্রামের মোঃ মোবারক হোসেনসহ মোঃ আবু সাঈদ, শফিকুল ইসলাম ও জামাল গাজী কমবেশী আহত হয়েছেন। আহতদের মধ্যে মোঃ মোবারক হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় যুবদল নেতা রিপন সরদার বাদী হয়ে ইউনুছ আলী মোড়ল, মোঃ কামরুল ইসলাম, মোঃ রাসেল মোড়ল, মোঃ সবুজ বিশ্বাস এর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৯/১০ জনের নামে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন।
মামলা নং ০৬. তারিখ ০৩.০৪.২৫। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানিয়েছেন, মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর