
ভোলার ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইয়ানুর বেগম নামে এক নারীর বিরুদ্ধে পরিবারের স্বজন দিয়ে প্রেমের প্রলোভনে একের পর এক মানুষকে ফাঁদে ফেলে ফাঁসানোর প্রতিবাদে ও গ্রামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ইলিশা ইউনিয়নের পাকার মাথার পশ্চিম পাশে সাজি বাড়ি মসজিদের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রভাবশালী ইউপি সদস্যর ছত্র-ছায়ায় প্রকাশ্যে মাদক ক্রয় বিক্রয় ও
নানা ধরনের অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ করতো একটি পরিবার। এই পরিবারের কারনে স্থানীয় কিশোর থেকে শুরু করে তরুণ, পুরুষ সবাই মাদক সহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে।
ফলে ভাঙছে অনেক সংসার। অনেক যুবক, পুরুষ কে ধরে অন্যায় ভাবে অসামাজিক কার্যকলাপে করার কথা বলে তাদের আটকে কিংবা মামলার ভয় দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে একাধিক পুরুষকে ধর্ষণ মামলা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ইতোপূর্বে এলাকার একাধিক ব্যক্তির নামে ধর্ষণ মামলা দিয়ে হয়রানিসহ এক ব্যক্তির কাছ থেকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ মামলা দিয়ে ৩ লাখ টাকা আদায় করে।
এলাকায় মেম্বারের ছত্র ছায়ায় অসামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড করছে তারা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিভিন্ন সময় অভিযোগ করলেও প্রতিকার মিলছে না।
বিভিন্ন সময় লোক দেখানো অভিযান চালানো হলেও পরে তারা দ্বিগুণ উৎসাহে একই কাজে লিপ্ত হচ্ছে। তাই প্রশাসনের কাছে মাদক ও অসামাজিক কর্মকান্ড বন্ধ ও নির্মূলের জোর দাবি জানায় গ্রামবাসী।
পরে মাদক ও অসামাজিক কাজ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে একটি মিছিল বের করে এলাকাবাসী।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, মাদক ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর