
সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুরে ফেরিঘাট বালুর পয়েন্টে শ্যালো ইঞ্জিন চালিত সেচ পাম্পে গোসল করতে আশিক (১৪) নামে এক কিশোরকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মো. আশিক হোসেনপুর ওয়াপদাবাঁধ এলাকার লাল হোসেনের ছেলে। অভিযুক্ত বাবা-ছেলে হলো- পৌর শহরের হোসেনপুর বউ বাজার এলাকার আল-আমিন ও তার ছেলে রিফাত।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার দুপুরে আল-আমিনের সেচ পাম্পে গোসল করার জন্য যায় আশিক। এ সময় আল-আমিন ও তার ছেলে রিফাত হোসেন গোসল করতে নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আশিকের ঘাড়ে বাঁশ দিয়ে সজোরে আঘাত করে বাবা ও ছেলে।
এতে ঘটনাস্থলেই আশিক মারা যায়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরক হয়েছে।
ঘটনার পর থেকে বাবা ও ছেলে পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর