
গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) উপজেলার ঘোড়াশাল ব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল।
এসআই বলেন, আজ সকালে কালীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে জানতে পারি ঘোড়াশাল ব্রিজের নিচে অজ্ঞাত একটি মরদেহ পড়ে আছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ব্যাক্তিটির বয়স ২০-২৫ বছরের মধ্যে হবে। তার ডান হাত, বাম পা ভাঙ্গা এবং মাথায় পাথরের আঘাত রয়েছে।
ধারণা করছি ট্রেনের ধাক্কায় সে নিহত হয়েছে। মরদেহের পরিচয় সনাক্তের সহযোগীতার জন্য পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কে ডেকেছি। পরিচয় সনাক্ত হলে জানানো হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর