
স্বৈরাচারীরা আর এদেশে ফিরে আসবে না, দেশের মানুষ তাদের আর ফিরতে দিবে না। মানুষ রুপে ফেরার কোন সম্ভবনা নেই তাদের। টুপ করে ঢুকে পড়ার দিবাস্বপ্ন দেখে লাভ নাই।
আল্লার দিন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে, দ্বীনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতে হবে। এমন একটি সমাজ গড়তে হবে যেখানে নারীরা নির্ভয়ে পথ চলতে পারে। আর এজন্য প্রয়োজন কুরআনের আইন বাস্তবায়ন করা।
বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে। দেশের মানুষের সাথে ইসলাম জড়িত, জালিমকে আমরা বিদায় করেছি এই দেশে আর কোন স্বৈারাচারকে স্থান দেওয়া হবে না।
বর্তমানে কিছু দল নানা ভাবে আদিপত্য বিস্তার করার লক্ষ্যে মারামারি হানাহানি করছে, লুটপাট করার খবর পাওয়া যায়। আমরা নির্বাচন চাই যৌক্তিক সংস্কার শেষে।
রাতের আধারের ভোটকে যারা বৈধতা দিয়েছে, সেই ভোট যারা পাহারা দিয়েছে তাদের অধিনে নির্বাচন নয়, আমরা তাদের সংস্কার করার পর একটি সুন্দর ভোট প্রত্যাশা করি, এমন একটি নির্বাচন হবে যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব।
এমন একটি পরিবেশ করার পর নির্বাচন হবে যাতে কেউ ভোট দখল করতে না পারে। রাতে ভোট না হয় এ জন্যই আমরা সংস্কার শেষে জাতীয় নির্বাচন চাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাংশা পৌরসভা শাখার আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আখতারুজ্জামান।
শনিবার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে এ মিলন মেলায় পাংশা পৌর জামায়াতের আমীর কাজী ফরহাৎ জামিল রুপু’র সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী খো. মাওলানা আব্দুল হালিম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতের আমীর এ্যাড. মোঃ নুরুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, ডা.আব্দুল মতিন, রাজবাড়ী জেলা জামায়তের নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান, রাজবাড়ী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী মোঃ হারুণ অর রশিদ, পাংশা উপজেলার আমীর মোঃ সুলতান মাহমুদ, কালুখালী উপজেলার আমির আব্দুর রবসহ জেলা উপজেলা, পৌর জামায়াতের দায়িত্বলীল ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করেন পাংশা শাহজুই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড.মাওলানা মাহবুবুর রহমান, এ মিলন মেলায় পৌরসভা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের দায়িত্বলীল, কর্মী ও সহযোগী সদস্যগন উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর