
রাজবাড়ী- কুষ্টিয়া মহাসড়কে পাংশা ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় প্রকাশ্যে দিবালোকে শনিবার দুপুর ৩ টার দিকে অটো শ্রমিক মোঃ সিদ্দিক শাহকে কুপিয়ে জখম করেছে, তার নিকট থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে পাংশা উপজেলার শরিসা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শান্ত অরফে লাল চাদ ও তার ভাই সাগরের বিরুদ্ধে।
অটো শ্রমিক সিদ্দিক শাহ শরিসা ইউনিয়নের বড় বনগ্রামের মৃত দরবেশ শাহের ছেলে। তিনি দির্ঘদিন ধরে অটো চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন।
গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা সিদ্দিক শাহকে পাংশা হাসপাতালে নিয়ে আসেন, কর্তব্যরত চিকিৎসক জানান মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত রয়েছে, এ ছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় মারধরের চিহ্ন বিদ্যমান। আহত সিদ্দিক জানান ২ দিন আগে মৈশালা এলাকা থেকে আমার অটোর চাবী কেরে নিয়েছিল শান্ত অরপে লাল চাদ পরে স্থানীয়দের সহায়তায় ফিরিয়ে দিয়েছিল।
আজ শনিবার দুপুর ৩ টার দিকে একটি সিএনজি নিয়ে ফায়ার সার্ভিসের সামনে আমার অটোর গতি রোধ করে শান্ত ও তার ভাই সাগর ও মুখে কাপর বাধা ৪/৫ জন তারা আমাকে এলোপাথারি ভাবে কুপিয়ে জখম করেছে, আমার অটোর ব্যাটারী কেনার জন্য ১৮ হাজার টাকা বাড়ী থেকে নিয়ে আসছিলাম এবং সারাদিনে যা ভাড়া মারছিলাম সব নিয়ে গেছে, যাওয়ার সময় আমাকে প্রাণে মারার হুমকি দিয়েগেছে।
অভিযুক্ত শান্ত অরফে লাল চাঁদ শরিসা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বড় বনগ্রামের মোজাফরের ছেলে। এ ব্যাপারে তাৎক্ষনিক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আহত সিদ্দিককে দেখতে হাসপাতালে আসেন এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন আহম্মেদ বলেন- ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে আমি হাসপাতালে গিয়ে আহত ব্যাক্তিকে দেখে আসছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর