
ভোলার চরফ্যাশনে তুচ্ছ ঘটনার জেরে মো. মাসুদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে নিহতের ভাই মো. রায়হান বাদী হয়ে আবুবক্করপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলামিনসহ ৪৫ জনকে আসামী করে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দুলারহাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত এক নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সুজন (২৬), রনি পাটোয়ারী (২৫), মো. রানা পাটোয়ারী (২২), হাসিনা বেগম (৫০), রফিক মুনসী (২১), মো. কালু বেপারী (২২), রিয়াজ উদ্দিন (২৫), মো. লাবলু (৪৫) ও আবদুল লতিফ (২৫)।
জানাগেছে, পারিবারিক বিরোধ নিষ্পত্তি করতে স্বেচ্ছাসেবক দলের নেতা আলামিনকে ঘরে ঢুকতে না দেয়ায় নিহতের ছোট ভাই রাসেলের সঙ্গে তর্কবিতর্ক হয়। তর্কের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন তার দলবল নিয়ে বুধবার রাতে প্রথম দফায় নিহত মাসুদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। পরে স্থানীয় মাতাব্বরা এসে তাৎক্ষণিকভাবে ওই ঘটনার মিমাংসা করে দেন। এতে সন্তুষ্ট হননি স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন। তার অব্যাহত হুমকি-ধামকিতে বাড়ির সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।
শুক্রবার পারিবারিক কাজের জন্য নিহতের ভাই রায়হান ও মহসিন স্থানীয় দুলারহাট বাজারে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনসহ তার সাঙ্গপাঙ্গরা মোটরসাইকেলযোগে গিয়ে দুই ভাইয়ের গতিরোধ করে তাদের বেদড়ক মারধর করেন। তবে থেমে যাননি তারা। ফের তারা নিহত মাসুদের বাড়িতে গিয়ে বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। এসময় তার পরিবারের সদস্যরা, নিহত মাসুদসহ অপর সদস্যরা বাধা দিলে ওই নেতার দলবল মারধরে মাসুদসহ অপর ৬ সদস্য গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে মাসুদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের ভাই রায়হান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, শনিবার সকালে হত্যাকারী স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনের বাড়িতে হামলা চালিয়েছে ওই ইউনিয়নের বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে তারা স্থানীয় রোদ্রেরহাটে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বিক্ষোভকারীরা হত্যাকারী স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনকে দ্রুত গ্রেপ্তার করে তার ফাঁসি দাবী করেন।
দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, হত্যাকান্ডে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মূলহোতা স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনসহ অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর