
সাভারের আশুলিয়ায় হানিফ পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টা ৪০ মিনিটের দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানান, রংপুর থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত সাড়ে ৮টার দিকে বাসটি আশুলিয়ার চক্রবর্তী এলাকায় এসে পৌঁছালে যাত্রীরা আগুনে পোড়ার গন্ধ পায়৷
পরে বাসটি শ্রীপুর এলাকায় থামালে বাসের পেছনের অংশে আগুন দেখে তড়িঘড়ি করে বাস থেকে নেমে যান যাত্রীরা। পরে জরুরি সেবা ৯৯৯ নাম্বার ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিসের স্টেশন ইন্সপেক্টর সুমেন বড়ুয়া বলেন, রাত ৮টা ৪০ মিনিটে বাসে আগুনের খবর পেয়ে ডিইপিজেডের ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৮টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিন অথবা ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাসের মাঝামাঝি থেকে পেছনের অংশ আংশিক পুড়ে গেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর