
কুমিল্লার বুড়িচং বাকশীমূল এলাকায় ফিসারীতে নিয়ে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অর্ধচেতন করে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী খাদিজা (১৬) নামে এক তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুড়িচং থানায় মামলা করেছে ভুক্তভোগী তরুণী। রোববার (৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুল হক।
অভিযোগ সূত্রে জানা যায়, বাকশীমূল গ্রামের উত্তরপূর্বপাড়া ঘুংঘুর নদীর পাড়ের খোরশেদ আলমের মেয়ে ও বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা দাখিল পরীক্ষার্থী খাদিজার সঙ্গে একই এলাকার স্কুল সংলগ্ন বাড়ির রেজাউল করিমের ছেলে রিয়াজুল হক হামিম (১৮) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
তরুণী খাদিজা আক্তার জানায়, গত ২৭ মার্চ ২০২৫, মঙ্গলবার শবেবরাত ৯টার দিকে প্রেমিক রিয়াজুল হক হামিম ও বন্ধু রাব্বিকে নিয়ে প্রেমিকা খাদিজার বাড়ির পাশে গিয়ে মোবাইল কল দিয়ে দেখা করে। কথা বলার একপর্যায়ে তাকে জোরপূর্বক পাশের এক ফিসারীতে নিয়ে যায়। সেখানে খাদিজার পানির তৃষ্ণা পেলে তাকে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অর্ধচেতন করে রাতভর ধর্ষণ করে। ধর্ষণের পর খাদিজাকে ফেলে প্রেমিক হামিম পালিয়ে যায়।
ধর্ষিতা বাবা খোরশেদ আলম ও মা জানায়, তারা নামাজ পড়ে খাদিজার রুমে গিয়ে দেখে খাদিজা নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে ভোরে তাকে রাস্তায় পায়। পরে মেয়ের কাছ বিস্তারিত শুনে প্রেমিক হামিমের বাড়িতে বিচার দিলে বিয়ের আশ্বাস দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে প্রেমিকা বুড়িচং থানায় অভিযোগ করলে তাকে হত্যাসহ নানা ধরনের হুমকি দেয় প্রেমিক হামিমের পরিবার। পরিবার আরও জানায়, খাদিজাকে হামিম বিয়ে না করায় কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুল হক জানান, ধর্ষণের অভিযোগটি তদন্ত করে মামলা গ্রহণ করা হয়েছে।
তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর