
লীফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৬ এপ্রিল) রাতে জেলা শহরের নতুন বাবুপাড়া এলাকায় সিরাজুল ইসলামের বাসায় অভিযান চালায় র্যাব-ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-২) এর একটি অভিযানিক দল।
এ সময় বাড়ি তল্লাসী করে ১৭২ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে র্যাব সদস্যরা। এ ঘটনায় গ্রেফতার হন সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী আঁখি বেগম (৩৫)।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা করে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে নীলফামারী থানায় হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর