
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুল অদুদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়া রেল ক্রসিং এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে রেল ক্রসিং পার হয়ে ঈদগাঁওর দিকে যাচ্ছিলেন।
নিহত আব্দুল অদুদ চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব সওদাগর ঘোনার বাসিন্দা এবং মৃত আলিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি ঘটকালি ও বৈদ্য-বৈদ্যালী কাজে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা যায়, নিহতের মাথার একাংশ গুরুতরভাবে ক্ষত-বিক্ষত হয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, মগজ ছড়িয়ে ছিটিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল, তবে সেটি প্রাণ রক্ষা করতে পারেনি।
রেল লাইনের পাশে মরদেহটি ঘণ্টাখানেক পড়ে থাকলেও পরে উপস্থিত লোকজন মরদেহটি সরিয়ে রেলওয়ের গেট অফিসের পূর্ব পাশে নিয়ে যান। আব্দুল অদুদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে দক্ষিণে ছিটকে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের এসআই আরকানুল ইসলাম ও এএসআই হিমেল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন। ঈদগাঁও থানা পুলিশের এএসআই হিমেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনরা উপস্থিত হলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এ দুর্ঘটনা রেলক্রসিং এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ও জনসচেতনতার অভাবের চিত্র স্পষ্ট করে তোলে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর