
রাজাবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামের ২ টি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে কারখানা ২টি গুড়িয়ে দিয়েছেন। অভিযানে এ একজনকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন, পাংশা উপজেলায় বিকেল ৩.৩০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী এলাকায় কাচারিপাড়া গ্রামে অবৈধভাবে ও অননুমোদিত ভেজাল গুড়ের দুইটি ফ্যাক্টরিতে পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইটি ফ্যাক্টরিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত ও অবৈধভাবে উৎপাদিত প্রায় হাজার খানেক ড্রাম ভর্তি গুড় এবং উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়। এ সময় একজন অপরাধীকে আটক করা হয় এবং সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সাজা প্রাপ্ত ফারুখ শেখ আলমাস শেখের ছেলে, তাঁদের বাড়ি মানিকগঞ্জ জেলায়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর