
আইসিসির দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গ করে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নাসির হোসেন। শাস্তির শর্ত পূরণ হওয়ায় সেটা আজ শেষ হয়েছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিনই ক্রিকেট খেলতে নামলেন তিনি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমেছেন নাসির। ম্যাচে এখন পর্যন্ত ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। তার দল ১২৫ রানে গাজীর ৮ উইকেট তুলে নিয়েছে।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করেছিলেন নাসির। ফলে ২০২৪ সালে আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এর মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা ছিল ৬ মাসের।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, নাসির শাস্তির সব ধরনের শর্ত পূরণ করেছেন, সম্পূর্ণ করেছেন আইসিসির দুর্নীতি বিরোধী বাধ্যতামূলক শিক্ষণীয় সেশনও। ফলে আইসিসি তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে।
জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-২০ খেলেছেন নাসির হোসেন। লাল-সবুজের জার্সি গায়ে সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। জাতীয় দলের বাইরে থাকলেও বিতর্কের সঙ্গে জড়িয়ে বিভিন্ন সময় হয়েছেন খবরের শিরোনাম। বিতর্ক পাত্তা না দিয়ে মাঠের ক্রিকেটে বেশ ভালোই করছিলেন। ২০২৩ সালের বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে ১২ ম্যাচ খেলে ৪৫.৭৫ গড়ে ৩৬৬ রান করেছিলেন। পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১৬ উইকেট।
শাকিল/সাএ
সর্বশেষ খবর