
গাজীপুরের কালীগঞ্জে গাজায় ইসরাইলী নৃশংসতার প্রতিবাদে নো ওয়ার্ক, নো স্কুল ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ থেকে ওই কর্মসূচীর সূচনা হয়।
সরেজমিনে দেখা যায়, সকালে সরকারী শ্রমিক কলেজ মাঠে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নানা বয়স ও শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে। এসময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকাসহ হরেক রকম শ্লোগান সম্বলিত প্লে কার্ড প্রদর্শন করতে দেখা যায়।
সকলের অংশগ্রহণে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। পরে একটি মিছিল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারীরা বক্তব্য প্রদান করেন।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনজুড়ে ইসরাইলী দখলদার বহিনী কর্তৃক যে নির্মম, অমানবিক গণহত্যা চালানো হয়েছে তা ইতিহাসে বিরল। সেখানকার মানুষকে তাদের পৈতৃক ভিটা ফেলে অনত্র সরে যেতে বাধ্য করা হয়েছে।
আমরা বাংলাদেশের আপামর জনতার পক্ষ থেকে ফিলিস্তিনি ভাইদের প্রতি সংহতি প্রদর্শনের পাশাপাশি একটি কথা জানিয়ে দিতে চাই “আমরা বাংলাদেশীরা ফিলিস্তিনি ভাইদের পাশে আছি”।
বক্তারা আরো বলেন, ভিনদেশী মদদপুষ্ট ইসরাইলী হায়েনা বাহিনীকে ছাড় দেওয়ার সময় শেষ হয়ে গেছে। জাতিসংঘ ও মুসলিম দেশের নেতাদের কাছে আহবান থাকবে তারা যেন অতিসত্তর ফিলিস্তিনিদের পাশে দঁড়ান।
ইসরাইলী দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করার এখনই উপযুক্ত সময়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর