
ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্বীকৃতির সমর্থনে চুয়াডাঙ্গায় বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গার সর্বস্তরের সচেতন ও বিবেকবান জনগণের আহ্বানে এ বিক্ষোভ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে সমবেত হয়। এর আগে শহীদ হাসান চত্বরে মানববন্ধন হয়।
বিক্ষোভ শেষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন, সদস্য সচিব শাফফাতুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার আহ্বায়ক ফয়সাল ইকবাল, ইসলামী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা শাখার প্রতিনিধি এসএম ফাহিম প্রমুখ।
বিক্ষোভে বক্তারা বলেন, গাজায় অন্যায়ভাবে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে। নারী-শিশুদের জীবন বিপন্ন করা হচ্ছে। এ অবস্থায় মুসলিম বিশ্ব চুপ করে বসে থাকতে পারে না।
এজন্য আমরা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করছি। একই সাথে বাংলাদেশসহ মুসলিম বিশ্বে তাদের পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর