
তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্কুল কলেজসহ বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেন।
এতে সংহতি জানিয়ে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ও শিক্ষকরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ ও দোয়া করেন। এসময় প্রায় ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
সমাবেশে গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে বর্বরতা বন্ধের দাবি জানিয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। একই সাথে ইসরায়েলী পণ্য বয়কটসহ গাজা মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেয়া হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর