
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ব্যানারে শহরজুড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উত্তাল হয়ে ওঠে পুরো কিশোরগঞ্জ শহর। বিক্ষোভ মিছিল থেকে ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দে’, ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো করতে হবে’, ‘বিশ্বের মুসলিম এক হও লড়াই করো’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো ফিলিস্তিন স্বাধীন করো’, ‘বিশ্ব মুসলিম অস্ত্র ধরো ইসরায়েল খতম করো’, ‘বয়কট বয়কট ইসরায়েলী পণ্য’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে কিশোরগঞ্জ জেলা শহর।
বাদ জোহর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলটি বের করা হয়। কিশোরগঞ্জ ইমাম-উলামা পরিযদ, সর্বস্তরের ছাত্র জনতা, তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে হাজার হাজার মুসলমান অংশ নেন।
বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এছাড়া দুপুরে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
এসব কর্মসূচি থেকে গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর