
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে কুমিল্লা নগরীর কান্দিরপাড়।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়-পূবালী চত্বরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় তাদের হাতে ‘সেভ ফিলিস্তিন’, ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরায়েল, ইসরায়েলের কালো হাত-ভেঙে দাও, গুঁড়িয়ে দাও লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সকাল ১১টার দিকে কুমিল্লা নগরীর পূবালী চত্বর এলাকায় জড়ো হতে থাকেন কুমিল্লার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সাধারণ মানুষ। এ সময় বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, অজিতগুহ মহাবিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীরা যোগদান করেন।
সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশের কারণে পূবালী চত্বর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রচণ্ড গরমের মধ্যে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া লোকজনকে পানি ও শরবতের ব্যবস্থা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
এছাড়া একই দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলাম কুমিল্লার নেতৃবৃন্দ।
জাহাঙ্গীর আলম জাবির নামে আরেকজন বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে নারী-শিশুসহ সেখানকার মানুষদের হত্যা করছে। আমরা তা বন্ধের দাবি জানাচ্ছি।
সেই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং গাজায় গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেয়, সেই দাবিও জানাচ্ছি।
শিক্ষার্থীরা বলেন, গাজায় নির্মম গণহত্যার পর আজকে বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা আমাদের ক্লাস বাতিল করেছি। আমরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চাই। স্বাধীন ফিলিস্তিন চাই।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর